সিলেটের নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রশাসন ক্যাডারের সুদক্ষ কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ৯ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগদেশ দেয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ও নাটোরের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন মোঃ খলিলুর রহমান।
প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের কালিগঞ্জ এবং নওগাঁর বদলগাছি সহ বিভিন্ন স্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী, ফ্রান্স, কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিশে^র বিভিন্ন দেশ নানা প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন মোঃ খলিলুর রহমান।