পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা গ্রামের মো. সিরাজের ছেলে আজাদ হোসেন বাপ্পী, একই গ্রামের মো. মিনহাজের ছেলে মো. তামিম হোসেন। দুজনই কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, সকালে কেরানীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবক পদ্মা নদীতে ট্রলারে করে ঘুরতে আসেন। দুপুরের দিকে তারা নদীর তীরের জেগে ওঠা নতুন চরে অবস্থান নেন। ওই সময় তামিম-বাপ্পীসহ কয়েকজন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই উঠে এলেও তামিম ও বাপ্পী পানিতে ডুবে যান।

তিনি আরো জানান, মাওয়া নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও শ্রীনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।