ময়মনসিংহে ‘কঠোর লকডাউনের’ ১ম দিনে ১৪০ মামলা

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

আট দিনের কঠোর লকডাউনের ১ম দিনে ময়মনসিংহে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করে আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় , মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

জেলা শহরে প্রতিদিন চারটিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ চলছে।

এদিকে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০০টি নমুনা পরীক্ষা করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদরে ৪৬ জন, ভালুকায় নয়জন , ফুলপুরে ৮ জন, তারাকান্দায় ২ জন, ত্রিশালে ৮ জন, ধোবাউড়ায় ৫ জন, ঈশ্বরগঞ্জে ৩ জন, ফুলবাড়িয়ায় ৩ জন, মুক্তাগাছায় ২ জন, নান্দাইলে ২ জন, গৌরীপুরে ২ জন এবং গফরগাঁওয়ে একজন করোনা শনাক্ত হয়েছেন।