ময়মনসিংহে ৮৪ জনের করোনা শনাক্ত, সংক্রমণের শীর্ষে সদর

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

রবিবার ময়মনসিংহে নতুন করে ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মসিউল আলম আরও জানান, শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৯৯২ জন আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত ৩৮১ জন সুস্থ হয়েছেন। ১৬ জনের মৃত্যু হয়েছে। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৯৯ জন।

সিভিল সার্জন জানান, রবিবার ময়মনসিংহ জেলার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। নতুন করে শনাক্ত ৮৪ জনের মধ্যে ময়মনসিংহ সদরেই ৭০ জন।  এ ছাড়া হালুয়াঘাটে ৬, গফরগাঁও ও ত্রিশালে ৩ জন করে এবং ফুলপুর ও ভালুকা উপজেলায় ১ জন করে করোনায় সংক্রমিত হয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছে ময়মনসিংহ সদর উপজেলায়। এ পর্যন্ত সদরে ৮০১ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া ভালুকায় ১৮৯, ঈশ্বরগঞ্জে ৬৫, ত্রিশালে ৬০, গফরগাঁও উপজেলায় ৪৯, ধোবাউড়ায় ৪৭, ফুলপুরে ৪৬, মুক্তাগাছায় ৩৫, নান্দাইলে ৩০, ফুলবাড়িয়ায় ২৬ জন শনাক্ত হয়েছেন। জেলার ১৩ উপজেলার সব কটিতেই করোনা সংক্রমিত হয়েছে।