শেরপুরে আরো ২ করোনা রোগী শনাক্ত : এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৪

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

শেরপুর সংবাদদাতা: শেরপুরে আরো দু’জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরা হলেন শেরপুর জেলা হাসপাতালের একজন চিকিৎসক ও একজন টেকনিশিয়ান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলেন ২৪ জন।

আক্রান্তের বাড়ি ও সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁরা দু’জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, করোনা আক্রান্ত সন্দেহে গত বুধবার ২৯ ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে ৪টি নমুনার পরীক্ষার ফলাফল রোববার রাতে পাওয়া যায়। এ পরীক্ষা প্রতিবেদনে দু’জনের শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ নিশ্চিত হওয়া যায়।

উল্লেখ্য, ২১ তারিখের পর থেকে গত পাঁচদিন শেরপুর জেলায় সংগ্রহ করা নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়নি।

আক্রান্ত ২৪ জনের মধ্যে পাঁচজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১৯ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দু’জন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা।