সার্কিট হাউজ মাঠে উঠবে তিনফুট উঁচু দেয়াল ও গ্রিল, ম্যুরাল ও আলোকসজ্জায় ব্যয় ৬ কোটি

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ২, ২০২০

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের নান্দনিকতা বৃদ্ধি করতে এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে হওয়া মর্মান্তিক ঘটনার ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়েছে।

গতকাল ১লা জুন ময়মনসিংহের বিদায়ী বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শুধু ম্যুরাল নয় সার্কিট হাউজ মাঠের চারদিকে তিনফুট উঁচু দেয়াল ও তার উপর গ্রিল বসানো হবে। এতে আলোকসজ্জাসহ সাধারণ মানুষের হাঁটাচলার ব্যবস্থা থাকবে।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ম্যুরাল স্থাপনের ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা এবং মাঠের চারদিকে দেয়াল ও তার উপর গ্রিলসহ আলোকসজ্জার কাজে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪ কোটি টাকা।

বিদায়ী বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এই ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ ১৬ একর জমির উপর। এর তিন দিকে বড় গেইট ও মাঝারি ধরনের আরো পাঁচটি গেইট থাকবে।

ভিত্তিপ্রস্তর সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রশাসনিক কর্মকর্তা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামূল আলম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।