উদ্বোধনের চার মাস পরেও চালু হয়নি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বহুল প্রত্যাশিত ক্যাথল্যাব। ফলে হৃদরোগের উন্নত চিকিৎসা সেবার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে(সিসিইউ) স্থাপন করা ক্যাথল্যাবের মূল্যবান যন্ত্রাংশ এ সময়ে বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর মন্ত্রণালয় থেকে একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট পদায়ন না করায় হাসপাতালের এই কার্ডিয়াক ক্যাথল্যাব চালু করা যাচ্ছে না। কবে চালু হতে পারে এই ক্যাথল্যাব, সেটিও নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সরকার নির্ধারিত নামমাত্র ফিতে এসব চিকিৎসা সেবা দেয়ার সুয়োগ রয়েছে রোগীদের।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত, বর্তমানে এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগেই প্রতিদিন গড়ে ভর্তি ৩ শতাধিক রোগী। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ জানান, হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস ও কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা চালুর পর ক্যাথল্যাব চিকিৎসা সেবার সুবিধা চালু ময়মনসিংহ বিভাগ ও এর আশপাশের রোগীদের ভোগান্তি কমিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু একাধিকবার চিঠি চালাচালি করার পরও মন্ত্রণালয় থেকে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট পদায়ন না করায় বহুল প্রত্যাশিত উদ্যোগটি আলোর মুখ দেখতে পারছে না এখনও। করোনা পরিস্থিতি এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে। ফলে ময়মনসিংহ অঞ্চলের হৃদরোগীদের ভোগান্তি সহসাই লাঘবের কোন সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।