Categories
দেশের খবর বিনোদন

ন্যান্সির মামলায় জামিন পেলেন আসিফ আকবর

আদালতে গায়িকা ন্যান্সির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিনের আদেশ দেন। একই সাথে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার র্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি রেজাউল কবির আনার।

তিনি গণমাধ্যমকে বলেন, সংগীতশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক বিশেষ বিবেচনায় তার জামিনের নির্দেশ দেন।

এর আগে গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন ন্যান্সি। পরে নির্দেশ তদন্ত করে সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দেয় পুলিশ।

পরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আজ ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

Categories
জাতীয় দেশের খবর বিনোদন

‘ভালোবাসা দিবস পার্কের বদলে যেন জেলে না কাটে’

‘কাল বিশ্ব ভালোবাসা দিবস। এটাকে ইভটিজিং ডে বানাবেন না। পার্কের বদলে জেলে যেন কালকের দিন না কাটে!’ – সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দেন পুলিশের এক কর্মকর্তা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ফেসবুকে এমন পোস্ট দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন। পরে সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পোস্টটিতে ৩২ মিনিটে ৮ হাজার ৪০০ লাইক, ৪৪৭ কমেন্ট ও ৩৪৫ বার শেয়ার হয়েছে।

কমেন্টে অনেকেই তাদের মতামত দিয়েছেন, সিঙ্গেলরা লিখেছেন ভালোবাসা দিবসে যেন কারফিউ জারি করা হয়। কেউ আবার ভালোবাসা দিবসকে বেহায়াপনা দিবস বলছেন।

এমডি সজিব নামে একজন মন্তব্য করেছেন, ‘বেহায়াপনার সবোর্চ্চ সীমা অতিক্রম হবে কালকে, প্রত্যেকটা পার্ক, আবাসিক হোটেলগুলো পতিতাল’য়ে পরিণত হবে। স্যার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

কারো মনের মনোবেদনা যেন বেশি না বাড়ায় সে দিকটাও রাখার দাবি করছেন অনেকে।

প্রিন্স এমডি এইচ নামে একজন লিখেছেন, ‘প্রতি ১৪ই ফেব্রুয়ারি কারফিউ জারি করা প্রত্যেক সিঙ্গেলের মনের বাসনা। স্যার দিনটা যেন মনোবেদনা বেশি না বাড়ায় সে দিকটাও দেইখেন।’

এনাম হারুন নামে একজন লিখেছেন, ‘মাননীয়, ইভটিজিংয়ের পাশাপাশি ভ্যালেন্টাইন ডেও বন্ধ করা উচিত, কেননা এর মাধ্যমেই সমাজে ইভটিজিং বাড়ছে। এইদিনে যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বেহায়ার মতো চলাফেরা করে তখন একটা যুবক ছেলের মাথা ঠিক না থাকারই কথা।’

এমডি আব্দুল হালিম নামে একজন লিখেছেন, ‘পার্কে, রেস্তোরাঁয় আয়োজিত ভালোবাসা দিবস পালন না করে মা-বাবা, ভাই, বোনদের নিয়ে ভালোবাসা ভাগাভাগি করেন।’

Categories
বিনোদন

মিস ইউনিভার্স হতে নিবন্ধন করেছে ৯২৫৬ জন সুন্দরী

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ এর দ্বিতীয় আসরের নিবন্ধন শেষ হয়েছে শুক্রবার (৫ ফেব্রুয়ারি)। করোনার কারণে এটি ২০২০ সালে আয়োজিত না হয়ে ২০২১ সালে করা হচ্ছে। গত ২৩ দিনে এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে।

পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

গত ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়।

এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি বাতিল করা হয়।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

Categories
বিনোদন

ফের খোলামেলা পোশাকে মিথিলা

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সৃজিত ঘরণী হওয়ার পর যেন তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই।

কিছুদিন আগেই বোল্ড লুকে ধরা দিয়েছিলেন তিনি। তাতেই চোখ কপালে উঠেছিল অনেক ভক্তের। তাতে সমালোচনাও কম হয়নি।

সম্প্রতি ফের খোলামেলা পোশাকে হাজির হয়েছেন সৃজিতপত্নী। পোশাক বলতে গায়ে শুধু একটা শাড়ি। ব্লাউজহীন রুপে এক কথায় অনবদ্য।

এত খোলামেলা পোশাকে এর আগে কখনও দেখা যায়নি মিথিলাকে। বোল্ড অবতারে তিনি যেন লাইমলাইটে উঠে এসেছেন রাতারাতি।

মুহূর্তের মধ্যে ছবিটিতে লাইকের বন্যা বয়ে গেছে। পাশাপাশি নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পাতা। যদিও তাতে একটুকুও কর্ণপাত করেননি সৃজিত ঘরণী।

উল্টো জানিয়েছেন, এখানে তো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকব। বাইরেও বের হওয়া হচ্ছে না, তাই এইরকম ছবি মাঝেধ্যেই দেবো ভাবছি।

মিথিলার এই মন্তব্যে অনেকেই তাকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন। কেউ আবার তার হটনেসের প্রশংসাতে পঞ্চমুখ।

মিথিলা জানান, কলকাতা আসার আগে বেশ কয়েকটি ফটোশ্যুট করেছিলেন মিথিলা। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন।

বাংলাদেশে বিভিন্ন কাজ তো রয়েছে, এর পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু কাজের কথা ভাবছেন মিথিলা। এর মধ্যে একটি ওয়েব সিরিজও রয়েছে।

Categories
আন্তর্জাতিক বিনোদন

সুশান্তের আত্মহত্যা: সালমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, সাক্ষী কঙ্গনা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বলিউড সুপারস্টার সালমান খান ও করন জোহরসহ আটজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য জানা গেছে। আগামী ৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অভিযোগে আইনজীবী সুধির কুমার ওঝা বলেন, ষড়যন্ত্র করে এই আট ব্যক্তি সুশান্তকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। যেটা হত্যার সমতুল্য অপরাধ।

অভিযোগে আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াতওয়ালা, সঞ্জয় লিলা বানসালি, ভুষণ কুমার, একতা কাপুর ও পরিচালিক দিনেশের নামও রয়েছে।

এসব ব্যক্তিরা সুশান্তের চলচ্চিত্র মুক্তি পেতে দেয়নি বলে দাবি করা হয়। বলা হয়, তাদের কারণেই চলচ্চিত্র অনুষ্ঠানে ডাকা হয়নি সুশান্ত সিংকে।

ওঝা বলেন, এই তরুণ অভিনেতার মৃত্যু কেবল বিহারের মানুষকেই আঘাত করেনি, পুরো দেশবাসী ব্যথিত হয়েছে। আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারার অধীনে মামলা হয়েছে। সাক্ষী রাখা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

Categories
বিনোদন

বিশ্বে সেরা পাচে জায়গা করেছে যমুনা টিভির ইউটিউব চ্যানেল

বিশ্বের শীর্ষ পাঁচ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় উঠে এসেছে সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড-এর র‍্যাংকিংয়ে এ চিত্র উঠে আসে।

বৈশ্বিক তালিকায় বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে উঠে আসার ঘটনা এই প্রথম। মাত্র আড়াই বছরেরও কম সময়ে ৪০ লাখের বেশি সাবস্ক্রাইবার পেয়েছে যমুনা টেলিভিশন।

সোশ্যাল ব্লেডের এই তালিকায় শীর্ষে আছে ভারতের সংবাদভিত্তিক চ্যানেল আজ তাক। জনপ্রিয় মার্কিন সংবাদভিত্তিক চ্যানেল সিএনএন’র অবস্থান ৯-এ। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির অবস্থান ১০-এ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের অবস্থান-১৪ তম।

পাকিস্তানের শীর্ষ সংবাদ চ্যানেল জিও নিউজের অবস্থান ৪০-তম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের হিন্দি সংস্করণের অবস্থান ২৫-তম আর ইংরেজি সংস্করণের অবস্থান ৬১-তম। আল জাজিরা অ্যারাবিক আছে ৪২-তম অবস্থানে। দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেল ৯৪-তম অবস্থানে। তালিকায় শীর্ষ ১০০’র মধ্যে বাংলাদেশি নিউজ চ্যানেল ইনডিপেনডেন্টও আছে (৫৯-তম অবস্থানে)।

সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কনটেন্টের ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হয়েছে।

এ বিষয়ে যমুনা নিউমিডিয়া টিমের ইনচার্জ রুবেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক কনটেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। পাশাপাশি, দৈনন্দিন নিউজ কনটেন্ট ছাড়াও সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে। এ

ক কথায় কনটেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজ ও ক্লিকবেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টার করি না। ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে। ’

প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমদ বলেন, ‘এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কোনো ধরনের উদ্‌যাপন করছি না। তবে আমাদের দর্শক, ফলোয়ারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।