সীমান্তে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে গুলি করে হত্যা , লাশ ফেরত দেয়নি এখনও

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তে গতকাল বিএসএফ এর গুলিতে এক অজ্ঞাতনামা ব্যাক্তির মৃত্যু হয়েছে। বাংলাদেশের সাথে পতাকা বৈঠকের পরও সেই বাংলাদেশির লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার সীমান্তবর্তী গোবড়াকুড়া এলাকার খলিল নামে এক ব্যক্তি জানান, তার মানসিক ভারসাম্যহীন ছোটভাই আব্দুল জলিল (২৬) নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। লাশটি তার ভাইয়ের হতে পারে বলে দাবি করেন তিনি।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, বিএসএফ নিহত ব্যক্তির ছবি পাঠিয়েছে। ছবি দেখে স্বজনরা তাকে জলিল বলে শনাক্ত করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশের গোবড়াকুড়া সীমান্তে দুই দেশের সীমান্ত কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম আরো বলেন, ময়নাতদন্ত সম্পন্নের পর আজ কোনো এক সময় বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হবে বলে বিএসএফ তাঁকে জানিয়েছে।