ময়মনসিংহ বোর্ডে এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি শেষের দিকে

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

একেবারেই শেষের দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি। এ বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফল প্রকাশের প্রস্তুতি একেবারেই শেষের দিকে। আগামী ১০-১২ দিনের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। সরকার চাইলে আগামী ঈদুল ফিতরের আগেই শিক্ষার্থীদের হাতে ফল তুলে দেওয়া যাবে।

বোর্ড চেয়ারম্যান আরও জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করার রীতি থাকলেও করোনাভাইরাসের কারণে এবার ব্যতিক্রম ঘটেছে। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ, তাই মাঠ পর্যায়ে পাঠানো উত্তরপত্র মূল্যায়ণ শেষে নম্বরপত্র (ওএমআর শিট) শিক্ষা বোর্ডে সময়মতো পৌঁছায়নি।

ফলে ফল প্রকাশে বেঘাত ঘটেছে। এরপরও বিশেষ ব্যবস্থায় পরীক্ষকদের কাছ থেকে নম্বরপত্র সংগ্রহ করে ফল প্রকাশের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ।

এদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল আহমেদ জানান, এবার তিন ফেব্রুয়ারি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা নিয়ে নবগঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহের ১৩১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। ময়মনসিংহ জেলায় এসএসসি পরীক্ষায় ৫১ কেন্দ্রে ৫৩ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।