ময়মনসিংহে দেখা মিলল বিরল প্রজাতির হিমালয়ী শকুন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে বিরল প্রজাতির একটি হিমালয়ী শকুন উদ্ধার করা হয়েছে। উপজেলার ঠাকুরবাখাই এলাকায় কংস নদীর পাড় থেকে শকুনটি উদ্ধার করে হেলডস ওপেন স্কাউট গ্রুপের সেচ্ছাসেবকরা।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেচ্ছাসেবকরা কংস নদীর পাড় এলাকা থেকে শকুনটি উদ্ধার করে।

পরে সেটিকে প্রাণিসম্পদ দফতরের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

শকুনটি কিছুটা রুগ্ন ও বয়স্ক। চিকিৎসা দেয়ার পর রোববার বিকেলে শেরপুর বন বিভাগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল আমিন বলেন, এ ধরণের শকুন সাধারণত পার্বত্য এলাকায় বসবাস করে।

হিমালয়ী শকুনের গড় আয়ু পায় ১০০ বছর। উদ্ধার হওয়া শকুনটি বৃদ্ধ হয়ে গেছে। রুগ্ন শকুনটির ওজন প্রায় ৫ কেজি। এর প্রতিটি ডানা দুই ফুটেরও বেশি লম্বা।

তিনি আরও বলেন, শকুনটি বার্ধক্য ও অপুষ্টির কারণে অসুস্থ হয়ে পড়েছে। শকুনটিকে সেবা দিয়ে সারিয়ে তোলার পর বনে অবমুক্ত করা হবে।