Categories
জাতীয়

Advertisement

Categories
দেশের খবর

নেত্রকোনায় সন্তান বিক্রির সময় বাবাসহ আটক ৩

নেত্রকোনায় স্ট্যাম্পে দলিল করে সন্তান বিক্রির চেষ্টা করার সময় দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আহাদকেও আটক করে পুলিশ।

রোববার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রোডের জয়নগর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকার মামুন মিয়ার স্ত্রী রওশনা আক্তার ডলি (৩৫), মোক্তারপাড়ার কাশেম মিয়ার স্ত্রী নিপা আক্তার (৩৮)। ঘটনাস্থল থেকে সদর উপজেলার মদনপুরের কাংশাবাড়ি গ্রামের আবদুল মান্নানের স্ত্রী আমেনা আক্তার (৪০) কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় কেয়ার প্রাইভেট হাসপাতালে আহাদ-রিপা দম্পতির অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে এক ছেলে সন্তান জন্ম হয়। সেই হাসপাতালের খরচ ও নগদ তিন লাখ টাকার বিনিময়ে শিশুটি কেনার প্রস্তাব দেন কুরপাড় এলাকার মামুন মিয়ার স্ত্রী রওশনা আক্তার ডলি।

বিষয়টি আহাদের স্ত্রী ও অন্যান্য সদস্যদের অবগত করলে তারা গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে অবগত করেন। পরে শিশুটির বাবা আহাদের সহযোগিতায় দুইজনকে শনিবার দুপুরে জয়নগর এলাকা থেকে আটক করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, শিশুটিকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে শিশুটির বাবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Categories
জবস

NGO Forum for Public Health

Categories
দেশের খবর

ময়মনসিংহে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

৭ অক্টোবর রাত সাড়ে ১১ টায় র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের  অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল – মোঃ ইব্রাহিম (৩৫), মোঃ মহিউদ্দিন (২২), মোঃ সাজ্জাদ আহম্মদ (৩৮)। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ শহর এলাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

এই ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলার মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

Categories
দেশের খবর

ময়মনসিংহে নকল সোনার বারসহ গ্রেফতার ১

ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টি নকল স্বর্ণ বার, ইলেকট্রিক ড্রিল মেশিন, লিফলেট, সিএনজি ও মোবাইল সহ মোঃ রিপন মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ।

রবিবার বিকালে র‌্যাব-১৪ এর মেজর আখের মুহম্মদ জয় ও এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, মোঃ রিপন মিয়া ত্রিশাল উপজেলার বাড়ীরগাঁও গ্রামের মোঃ মোকলেছুর রহমান ছেলে। গ্রেফতার সময় রিপনের কাছ থেকে একটি সিএনজি, ৬১ গ্রাম ওজনের তিনটি নকল সোনার বার(পিতলের),  দুইটি ছোট লিফলেট, ১টি ইলেকট্রিক ড্রিল মেশিন, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় যা প্রতারণার কাজে ব্যবহার করত সে, এব্যাপারে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, রিপন দীর্ঘ দিন যাবৎ ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় সে নিজে তামার জিনিষ ইলেকট্রনিক ড্রিল মেশিন দ্বারা কেটে নিজে তৈরি করে মানুষের নিকট কম দামে স্বর্ণ বলে বিক্রি করে আসছে।

Categories
দেশের খবর

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রশাসন ক্যাডারের সুদক্ষ কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ৯ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগদেশ দেয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ও নাটোরের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন মোঃ খলিলুর রহমান।

প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের কালিগঞ্জ এবং নওগাঁর বদলগাছি সহ বিভিন্ন স্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী, ফ্রান্স, কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিশে^র বিভিন্ন দেশ নানা প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন মোঃ খলিলুর রহমান।

Categories
দেশের খবর

দেশের একজন মানুষও অনাহারে থাকবে না: মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী অসহায়-দরিদ্র-কর্মহীন মানুষকে ভালো রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য, ত্রাণ, নগদ সহায়তার মাধ্যমে করোনার এই দুর্যোগময় সময়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের একটি মানুষও অনাহারে থাকবে না।

রোববার দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ৫ হাজার অসহায়, দরিদ্র, কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘শিশু খাদ্য’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন ময়মনসিংহ সিটি মেয়র।

এর আগে, মেয়র সিটি কর্পোরেশনের পুরাতন ভবন প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন।

 

 

নাগরিকদের প্রতি আহবান রেখে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণ বিস্তার বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রীর খাদ্য উপহার দিচ্ছেন যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই ঘরে থাকুন। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুন, সামাজিক দুরত্ব বজায়ে রাখুন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, মাহবুবুর রহমান দুলাল, শামিমা আক্তার, সিটি কর্পোরেশনের ত্রাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Categories
জাতীয়

দ্বিতীয় দফার মুক্তিযোদ্ধা তালিকায় ময়মনসিংহ বিভাগের কত জনের নাম প্রকাশ হল?

দ্বিতীয় দফায় ৮ বিভাগে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে স্থান পেয়েছে ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন।

রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুফি মারুফ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটেও মিলবে তালিকাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম দফা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Categories
আন্তর্জাতিক

অবশেষে চীনের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ল ভারত সাগরে

চাইনিজ ৫-বি রকেটি’র ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে এসেছে এবং তা মালদ্বীপের পাশে ভারত সাগরে পড়েছে।

চীনের জাতীয় মহাকাশ সংস্থার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, রোববার (৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে।

১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।

শুক্রবার এক টুইটে যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস করপোরেশন জানায়, তাদের সেন্টার ফর অরবিটাল রিএন্ট্রি এবং ডেব্রিস স্টাডিজ (সিওআরডিএস)-এর সবশেষ অনুমান অনুসারে, রোববার গ্রিনিচ মিন টাইম ০৪:১৯ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৯ মিনিট) আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটের ধ্বংসাবশেষ।

সিওআরডিএস’র অনুমানে রকেটটি পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশপাশের কথা বলা হয়েছে। অবশ্য পৃথিবীতে প্রবেশপথের যেকোনো জায়গায় সেটি আছড়ে পড়তে পারে বলেও জানায় তারা।

অবশেষে সেটি মালদ্বীপের পাশে এসে পড়ল।

চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানায়, রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে শেষ হয়ে যায়। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হবে।

Categories
দেশের খবর

ময়মনসিংহে নকল প্রসাধনী উৎপাদনের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ

ময়মনসিংহে নকল প্রসাধনী উৎপাদন ও সংরক্ষণের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। এসময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়।

জেলার ভালুকা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে গাজী লুৎফর রহমান (৪০) নামে এই অসাধু ব্যবসায়ী ভাড়া বাসায় এসব প্রসাধনী উৎপাদন ও বিক্রি করতেন। তিনি  মাদারীপুরে ডাসা উপজেলার গাজী গোলাম মোস্তফার ছেলে।

শনিবার (৮ মে) বিকেল ৫টার দিকে ভালুকা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা থানার এসআই মো. ইকবাল হোসেন, এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আতাউর রহমান প্রমুখ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়।