ময়মনসিংহে নকল প্রসাধনী উৎপাদনের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

ময়মনসিংহে নকল প্রসাধনী উৎপাদন ও সংরক্ষণের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। এসময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়।

জেলার ভালুকা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে গাজী লুৎফর রহমান (৪০) নামে এই অসাধু ব্যবসায়ী ভাড়া বাসায় এসব প্রসাধনী উৎপাদন ও বিক্রি করতেন। তিনি  মাদারীপুরে ডাসা উপজেলার গাজী গোলাম মোস্তফার ছেলে।

শনিবার (৮ মে) বিকেল ৫টার দিকে ভালুকা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা থানার এসআই মো. ইকবাল হোসেন, এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আতাউর রহমান প্রমুখ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়।