‘কাল বিশ্ব ভালোবাসা দিবস। এটাকে ইভটিজিং ডে বানাবেন না। পার্কের বদলে জেলে যেন কালকের দিন না কাটে!’ – সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দেন পুলিশের এক কর্মকর্তা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ফেসবুকে এমন পোস্ট দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন। পরে সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পোস্টটিতে ৩২ মিনিটে ৮ হাজার ৪০০ লাইক, ৪৪৭ কমেন্ট ও ৩৪৫ বার শেয়ার হয়েছে।
কমেন্টে অনেকেই তাদের মতামত দিয়েছেন, সিঙ্গেলরা লিখেছেন ভালোবাসা দিবসে যেন কারফিউ জারি করা হয়। কেউ আবার ভালোবাসা দিবসকে বেহায়াপনা দিবস বলছেন।
এমডি সজিব নামে একজন মন্তব্য করেছেন, ‘বেহায়াপনার সবোর্চ্চ সীমা অতিক্রম হবে কালকে, প্রত্যেকটা পার্ক, আবাসিক হোটেলগুলো পতিতাল’য়ে পরিণত হবে। স্যার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
কারো মনের মনোবেদনা যেন বেশি না বাড়ায় সে দিকটাও রাখার দাবি করছেন অনেকে।
প্রিন্স এমডি এইচ নামে একজন লিখেছেন, ‘প্রতি ১৪ই ফেব্রুয়ারি কারফিউ জারি করা প্রত্যেক সিঙ্গেলের মনের বাসনা। স্যার দিনটা যেন মনোবেদনা বেশি না বাড়ায় সে দিকটাও দেইখেন।’
এনাম হারুন নামে একজন লিখেছেন, ‘মাননীয়, ইভটিজিংয়ের পাশাপাশি ভ্যালেন্টাইন ডেও বন্ধ করা উচিত, কেননা এর মাধ্যমেই সমাজে ইভটিজিং বাড়ছে। এইদিনে যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বেহায়ার মতো চলাফেরা করে তখন একটা যুবক ছেলের মাথা ঠিক না থাকারই কথা।’
এমডি আব্দুল হালিম নামে একজন লিখেছেন, ‘পার্কে, রেস্তোরাঁয় আয়োজিত ভালোবাসা দিবস পালন না করে মা-বাবা, ভাই, বোনদের নিয়ে ভালোবাসা ভাগাভাগি করেন।’