গাছ থেকে পড়ে কোমর ভেঙে আহত হয়েছে এক বানর সর্দার। ঘটনা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত বনভূমি সন্তোষপুর বনে।
আহত বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে বন বিভাগ।
জানা গেছে, ওই বনের চার শতাধিক বানরের সর্দার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিল বানরটি।
বন বিভাগের ধারণা, বানরের দলটি অন্য দলের সঙ্গে ঝগড়া করতে গিয়ে ওই সর্দার বড় কোনো গাছ থেকে পড়ে গেছে।
এ প্রসঙ্গে সন্তোষপুর বন বিট কর্মকর্তা আশরাফুল আলম খান গণমাধ্যমকে জানান, বানর সর্দার আহত হওয়ার বিষয়টি আমরা লিখিতভাবে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
আহত বানরকে খাবারের সঙ্গে ব্যথানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হচ্ছে। এখনো সে স্বভাবিক ভাবে হাঁটাচলা শুরু করতে পারে নি।