নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৩৬ বস্তা সরকারি চালবোঝাই একটি লরি জব্দ করেছে পুলিশ। ৮ জুন সোমবার সকাল সোয়া ৯টার দিকে কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পেছনে একটি রাস্তা থেকে চালসহ লরিচালক সাগর মিয়াকে (২২) আটক করা হয়। সাগর মিয়া উপজেলা সদরের সাউদপাড়া এলাকার বাসিন্দা।
কেন্দুয়া থানা পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান জানান, সরকারি বস্তার চাল প্লাস্টিকের বস্তায় ভরে তারপর লরিতে করে পাচার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় লরিটির গতি রোধ করে তল্লাশি চালায় পুলিশ। লরিতে ২৬টি প্লাস্টিকের বস্তায় চাল আর একটি বস্তার ভেতরে সরকারি খালি বস্তাগুলো পাওয়া যায়। এ ঘটনায় লরিচালক সাগর মিয়াকে আটক করা হয়েছে।
ওসি রাশেদুজ্জামান আরও জানান, আটক লরিচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষ হওয়ার পর বলা যাবে সরকারি এই চাল কোন প্রকল্পের এবং কে বা কারা এর সঙ্গে জড়িত ছিল।