ময়মনসিংহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ময়মনসিংহের এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়মনসিংহ জেলার সিভিল সার্জন মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষকের নাম কামরুল হুদা শাকের। তিনি ত্রিশাল উপজেলার ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এস কে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাকের। এরপর অবস্থার অবনতি হলে আজ সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মশিউল আলম।
এদিকে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৫৬৪টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ৩০ জন ও নেত্রকোনা জেলার ৩৮ জন রয়েছেন।
ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে মমেকের দুই স্বাস্থ্যকর্মীসহ সদর উপজেলার ৯ জন, ভালুকার ১৯ জন ও গফরগাঁওয়ের দুজন রয়েছেন। এছাড়া নেত্রকোনায় আক্রান্ত ৩৮ জনের মধ্যে কেন্দুয়া উপজেলার ১৩ জন, পূর্বধলার ৯ জন, দূর্গাপুরের ছয়জন, বারহাট্টার চারজন, সদরের তিনজন, আটপাড়ার দুজন ও মোহনগঞ্জের একজন রয়েছেন।
এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৬৫ জন। তার মধ্যে ময়মনসিংহ জেলার ৬৩২ জন, জামালপুরের ৩২২ জন, নেত্রকোনার ২৯৩ জন ও শেরপুরের ১১৮ জন রয়েছেন।
ফাইল ছবি