ময়মনসিংহ মেডিক্যালের করোনা আক্রান্ত অধ্যাপককে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর
করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে শনিবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ময়মনসিংহ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি ভিত্তিতে ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে।
সেই সাথে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে ডা. এমদাদকে উন্নত চিকিৎসার জন্য মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয় বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।