সাদেক আলী (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের পেটে রড ঢুকে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কাওড়া গ্রামের আব্দুল রাশেদ মিয়ার ছেলে।
সাদেক আলী নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নির্মাণ শ্রমিকের কাজ করতো।
নিহতের স্ত্রী মনোয়ারা বেগম জানান, সকালে আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের একটি বাড়ির ছাদের কাজ করতে যান। মাচা টানিয়ে কাজ করার এক পর্যায়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। এ সময় নিচে থাকা একটি রড তার পেটে ঢুকে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ঘটনা স্থলে থাকা এসআই আসাদুজ্জামান বলেন, মূলত ছাদের কাজ করতে গিয়ে নিচে পরে মারা যায় সাদেক আলী। এ ঘটনায় বাড়ির মালিক মামুনকে ডাকা হয়েছে। নির্মাণ শ্রমিক হিসেবে যেহেতু নিহতের পরিবার অসহায় সেহেতু উভয়পক্ষের সমঝোতার কথা বলা হচ্ছে।
তিনি আরো জানান, ক্ষতিপূরণ বা সমঝোতা হয়ে গেলে মামলা হবে না। যদি সমঝোতা না হয় তাহলে পোস্ট মর্টেম রিপোর্টের পরে মামলা দায়ের করা হবে।