ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টি নকল স্বর্ণ বার, ইলেকট্রিক ড্রিল মেশিন, লিফলেট, সিএনজি ও মোবাইল সহ মোঃ রিপন মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ।
রবিবার বিকালে র্যাব-১৪ এর মেজর আখের মুহম্মদ জয় ও এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, মোঃ রিপন মিয়া ত্রিশাল উপজেলার বাড়ীরগাঁও গ্রামের মোঃ মোকলেছুর রহমান ছেলে। গ্রেফতার সময় রিপনের কাছ থেকে একটি সিএনজি, ৬১ গ্রাম ওজনের তিনটি নকল সোনার বার(পিতলের), দুইটি ছোট লিফলেট, ১টি ইলেকট্রিক ড্রিল মেশিন, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় যা প্রতারণার কাজে ব্যবহার করত সে, এব্যাপারে র্যাব-১৪ এর পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
র্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, রিপন দীর্ঘ দিন যাবৎ ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় সে নিজে তামার জিনিষ ইলেকট্রনিক ড্রিল মেশিন দ্বারা কেটে নিজে তৈরি করে মানুষের নিকট কম দামে স্বর্ণ বলে বিক্রি করে আসছে।